বঙ্গোপসাগর-সাক্ষরতার চতুর্থ নীতি

৪. দুনিয়াকে বসবাসের যোগ্য রাখে দরিয়ামন্ডল, বঙ্গোপসাগর সেই দরিয়ার অংশ

মৌলিক ধারনাগুলা

ক. দরিয়াতে জীবনের যাত্রা শুরু হয়েছিল বলে ভাবা হয়। দুনিয়ায় জীবনের অস্তিত্বের আদি প্রমাণ দরিয়াতেই পাওয়া গেছে।

খ. দুনিয়ার শুরু থকে জীবনের অস্তিত্বের জন্য দরকার ছিল জলবায়ুকে সহনশীল করা এবং পানি, অক্সিজেন ও পুষ্টির যোগান; দরিয়াই এটা করে আসছিল, এবং এখনো করছে।

গ. দুনিয়ার শুরুতে বায়ুমন্ডলে অধিকাংশ অক্সিজেন আসলে এসেছিল দরিয়ায় বসবাসরত জীবেদের ফটোসিনথেটিক কাজকামের মাধ্যমে। জীবনের বিকাশ ও জমিনে টিকে থাকার জন্য দুনিয়ার বায়ুমন্ডলে এইভাবে অক্সিজেনের জমা হওয়া দরকার ছিল।

 

সংস্করণ: জানুয়ারি  ২০১৯

Back to Top