১. ভারত মহাসাগরের উত্তরপুবের অগভীর দরিয়া বঙ্গোপসাগর; দুনিয়ার দরিয়ামন্ডলের সাথে যুক্ত এই উপসাগর
২. আজকের এই বঙ্গোপসাগর প্রকৃতির বেশুমার ভাঙ্গাগড়ার ফল
৩. উপকূলসহ পুরা অঞ্চলের আবহাওয়া ও জলবায়ু প্রভাবিত করে বঙ্গোপসাগর
৪. দুনিয়াকে বসবাসের যোগ্য রাখে দরিয়ামন্ডল, বঙ্গোপসাগর সেই দরিয়ার অংশ
৫. বিপুল প্রাণবৈচিত্র্য ও ইকোসিস্টেম পালন করে বঙ্গোপসাগর
৬. বঙ্গোপসাগর ও এর বেসিন এলাকাগুলোর সাথে মানুষের রয়েছে প্রাণের অবিচ্ছেদ্য সম্পর্ক
৭. বঙ্গোপসাগরের অনেক অনেক ব্যাপারই এখনো অজানা
সংস্করণ: জানুয়ারি ২০১৯