Consultation open on Bay of Bengal literacy

Consultation open on Bay of Bengal literacy

Dhaka (March 31, 2019): Consultations are now open on the Essential Principles and Fundamental Principles of the Bay of Bengal Literacy. (The guidebook is available on this website here in Bangla and English)

Are you an educator, or a communicator, or an expert in related fields? Please send your opinion to opinion at bayofbengalliteracy dot net. The consultation will remain open until May 20, 2019.

Selected contributors will be invited to take part in national workshops. A new and improved version of this guide will be published after national workshops.


‘বঙ্গোপসাগর সাক্ষরতা: অবশ্য-দরকারি নীতি ও মৌলিক ধারণা’ শীর্ষক নির্দেশিকাটির বর্তমান এই সংস্করণটি এখন সাধারণ মন্তব্য ও বিশেষজ্ঞ মতামতের জন্য উন্মুক্ত। ( বাংলাইংরেজিতে নির্দেশিকাটি এই ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে)।

আপনি কি এই সংশ্লিষ্ট একজন কমুনিকেটর, বিশেষজ্ঞ, কিম্বা এডুকেটর? তবে বর্তমান সংস্করণের ওপর দয়া করে আপনার সুনির্দিষ্ট মতামত দিন।

এই নির্দেশিকায় উল্লিখিত ৭টি অবশ্য-দরকারি নীতির আওতায় থাকা ‘মৌলিক ধারণাগুলা’র মধ্যে যেই মৌলিক ধারণাগুলার ওপর আপনার বিশেষজ্ঞ বোঝাপড়া ও অভিজ্ঞতা রয়েছে; এবং যেই মৌলিক ধারণা’গুলার বাছাই ও বর্ণনা আরো সংস্কার ও উন্নত করা সম্ভব বলে আপনি মনে করেন, সেই বিষয়ে আপনার বিস্তারিত মতামত আমাদের ইমেইল opinion at bayofbengalliteracy dot net ঠিকানায় পাঠান। ইমেইল যোগে মতামত গ্রহণ বন্ধ হবে আগামী মে ২০, ২০১৯ তারিখ।

খুব শীঘ্রই সারা দেশের সংশ্লিষ্ট কমুনিকেটর, বিশেষজ্ঞ, ও এডুকেটরদের নিয়ে ধারাবাহিক কর্মশালার আয়োজন করা হবে, পরবর্তী সংস্করণ প্রস্তুত করার জন্য। সব সফল মতামতদাতাকেই পরবর্তী সংস্করণের প্রদায়ক হিসেবে স্বীকার করা হবে।

Back to Top