As per the Ocean Literacy Network based in the United States, Ocean literacy is an understanding of the ocean’s influence on you and your influence on the ocean. An ocean-literate person understands essential principles and fundamental concepts about the ocean; can communicate in a meaningful way about the ocean, and is able to make informed and responsible decisions regarding the ocean and its resources.
7 Principles of Ocean Literacy
- The Earth has one big ocean with many features
- The ocean and life in the ocean shape the features of Earth
- The ocean is a major influence on weather and climate
- The ocean made Earth habitable
- The ocean supports a great diversity of life and ecosystems
- The ocean and humans are inextricably interconnected
- The ocean is largely unexplored
Our ocean defines the blue planet we live in. Five great, interconnected ocean basins, the Atlantic, Pacific, Indian, Arctic and Southern, make up the only ocean in our solar system and contain 97 percent of Earth’s water. The vapor released into the atmosphere returns as rain, sleet, and snow, ever replenishing the planet with freshwater. All life, including our own, exists because of the ocean. Our lives depend, now and forever, on the health of the ocean. Understanding the ocean is essential to comprehending and protecting this planet on which we live.
Download all contents of Ocean Literacy framework including the guidebook from this webpage of Ocean Literacy Network http://oceanliteracy.wp2.coexploration.org/?page_id=164
সমুদ্র সাক্ষরতা কী?
দরিয়া আছে বলেই আমাদের এই নীল দুনিয়া আছে, দরিয়াই দুনিয়া। আটলান্টিক, প্যাসিফিক, ইনডিয়ান, আর্কটিক, এবং সাউদার্ন; এই পাঁচটা বড় বেসিন মিলে গড়া দুনিয়ার দরিয়ামন্ডল আমাদের সৌরজগতে সবচে বিরাট দরিয়া, এখানে আছে দুনিয়ার পানির সাতানব্বই ভাগ। দরিয়ামন্ডল থেকে বায়ুমন্ডলে উবে যাওয়া পানির ভাপ ফিরে আসে বিষ্টি ও তুষার হয়ে; এভাবে দুনিয়ার মিষ্টিপানির ভান্ডার চিরকাল পরিপূর্ণ হতেই থাকে। আমাদের জীবনসহ দুনিয়ায় সব প্রাণই আছে কারণ দরিয়া আছে। দরিয়ার স্বাস্থ্যের ওপরই চিরকাল আমাদের জীবনের ভরসা। এই যে দুনিয়ায় আমরা বাস করি, একে বুঝতে ও বাঁচাতে দরিয়াকে বোঝা অবশ্য দরকারি। সেই লক্ষ্যে এই নির্দেশিকাটি হাজির করছে দরিয়া-সাক্ষর ও বঙ্গোপসাগর-সাক্ষর এক সমাজের দৃষ্টিপথ।
দুনিয়ার দরিয়ামন্ডলের ব্যাপারে সাক্ষরতা অর্জন করতে হলে একদম পয়লাই যেই ছবক দরকার, সেই জ্ঞান তৈরির রূপরেখা হাজির করে সমুদ্র সাক্ষরতা বিষয়ে আমেরিকার যুক্তরাষ্ট্রের ওশেন লিটারাসি নেটওয়ার্কের প্রণীত রুপরেখা।
দরিয়া সাক্ষরতার ৭ নীতি
আপনার ওপর দরিয়ার কী আছর, ও দরিয়ার ওপর আপনার কী আছর, সেই বোঝাপড়ার নামই দরিয়ার বিষয়ে আপনার সাক্ষরতা। দরিয়া-সাক্ষর একজন লোক দরিয়া-সাক্ষরতার অবশ্য দরকারি নীতি ও মৌলিক ধারনাগুলা বোঝেন; দরিয়ার ব্যাপারে অন্যদের বুঝাইতে পারেন; এবং দরিয়া ও দরিয়ার সম্পদের ব্যাপারে জেনেশুনে দায়িত্বশীল সিদ্ধান্ত নিতে পারেন।
আর্ন্তজাতিকভাবে দরিয়া সাক্ষরতার ৭ নীতি স্বীকৃত আছে:
- দুনিয়ায় রয়েছে এক অখন্ড ও বিরাট দরিয়া
- দরিয়া নিজে এবং দরিয়ায় থাকা প্রাণবৈচিত্র্যই ঠিক করে যে গায়ে-গতরে দুনিয়া কেমন হবে
- আবহাওয়া ও জলবায়ুর ওপর প্রতাপশালী শক্তি হচ্ছে দরিয়া
- দুনিয়াকে বাসযোগ্য করেছে দরিয়া
- বিপুল প্রাণবৈচিত্র্য ও ইকোসিস্টেম পালন করে দরিয়া
- মানুষ ও দরিয়া একে অপরের সাথে অবিচ্ছেদ্যভাবে যুক্ত
- দরিয়ার খুব অল্প জায়গায়ই মানুষ এ যাবত অনুসন্ধান চালিয়েছে