৫. বিপুল প্রাণবৈচিত্র্য ও ইকোসিস্টেম পালন করে বঙ্গোপসাগর
মৌলিক ধারনাগুলা
ক. জল থেকে শুরু করে জমিনের খুব পুচকে অনুজীব থেকে শুরু করে বিরাট তিমি, কুমির থেকে বাঘ; বিপুল প্রাণবৈচিত্র্য পালন করে বঙ্গোপসাগর। নানা রকমের জলমন্ডলের উপস্থিতি বঙ্গোপসাগরের উপকূলীয় অঞ্চলে বিভিন্ন উপ-ইকোসিস্টেম তৈরি করেছে; এই সাবসিস্টেমগুলার চরিত্র, প্রতিবেশগত বৈশিষ্ট্য, ও প্রাণবৈচিত্র্যের ধরনও ভিন্ন ভিন্ন।
খ. বঙ্গোপসাগরে অধিকাংশ প্রাণ আছে অনুজীব হিসেবে। ফাইটোপ্লাঙ্কটন ও সাইনোব্যাকটেরিয়ার মত অনুজীবরাই উপসাগরের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাথমিক উৎপাদক।
গ. বঙ্গোপসাগর ও এর বেসিন এলাকাগুলোতে দুনিয়ার তামাম প্রাণিজগতের থেকে কিছু না কিছু জীব আছে।
ঘ. জীবেদের জীবন-চক্র, অভিযোজন, এবং নিজেদের মধ্যে গুরুত্বপূর্ণ সম্পর্কগুলার যেমন মিথোজীবীতা, শিকার-শিকারির সম্পর্কের গতিপ্রকৃতি, এবং শক্তির রুপান্তর ইত্যাদির বহু নজির আছে বঙ্গোপসাগরে।
ঙ. শুধু জলের জীবেদের নয়, জমিনের জীবেদের জন্যও আবাসভূমি তৈরি করে বঙ্গোপসাগর। উপকূল ও দরিয়া-পৃষ্ঠ থেকে শুরু করে জলের নানা স্তর ধরে একদম তলদেশ পর্যন্ত নানা ধরনের প্রাণের বসতি ও আবাসভূমি রয়েছে উপসাগরে।
চ. বঙ্গোপসাগরে জীবেদের আবাসভূমিগুলা কেমন হবে তা ঠিক হয় পরিবেশগত নানা পরিস্থিতির মধ্য দিয়ে। তাপমাত্রা, গভীরতা, অক্সিজেন, পিএইচ, আলো, পুষ্টি, চাপ, তলদেশের শিলাস্তর, এবং স্রোতস্রোত-সঞ্চালন ইত্যাদি অজৈব পরিস্থিতিগুলোর মধ্যকার পারস্পরিক ক্রিয়া-প্রতিক্রিয়ার ফলে বঙ্গোপসাগরে প্রাণবৈচিত্র্য সব জায়গায় ও সব সময় সমান না। উপসাগরীয় দরিয়ার বিরাট ইকোসিস্টেমের মধ্যে এই অজৈব পরিস্থিতিগুলা প্রাকৃতিক বা মানবসৃষ্ট কারণে প্রতিদিন, প্রতি মৌসুমে অথবা বছর বছর বদলে যেতে পারে।
ছ. বঙ্গোপসাগরে পানির ওপর থেকে নিচে, দরিয়াপাড়ের কাছে থেকে দূর দরিয়ায়; সবখানেই ইকোসিস্টেমের প্রক্রিয়াগুলা (যেমন অজৈব পরিস্থিতিগুলা, শিকারের প্রাপ্যতা ও শিকার) জীবেদের বন্টন ও বৈচিত্র্য প্রভাবিত করে।
জ. জল ও জমিনের অনেক প্রজাতি নিজেদের নিরাপত্তা, শিকার, অভিবাসনকালে বিরতি নেয়ার স্থান, এবং বাচ্চাকাচ্চা বড় করার জায়গার জন্য বঙ্গোপসাগরে উপকূলীয় জলাভূমি, সামুদ্রিক ঘাসের বসতি, ম্যানগ্রোভ, লবণ-জলা, প্রবাল প্রাচীর ইত্যাদির মত বিচিত্র সব ইকোসিস্টেমের ওপর নির্ভর করে। এসব ইকোসিস্টেম এই প্রজাতিদের জন্য যেনো একেকটি উৎপাদনশীল নার্সারি।
ঝ. বঙ্গোপসাগরে নানা আক্রমণাত্মক আগন্তুক প্রজাতি ছড়িয়ে পড়ার কারণে এখানকার ইকোসিস্টেমগুলার জন্য হুমকি তৈরি হয়েছে, এবং এই আগন্তুক প্রজাতিগুলা দরিয়ার প্রাণবৈচিত্র্য সুরক্ষার পথে বিরাট চ্যালেঞ্জও বটে।
সংস্করণ: জানুয়ারি ২০১৯