৩. উপকূলসহ পুরা অঞ্চলের আবহাওয়া ও জলবায়ু প্রভাবিত করে বঙ্গোপসাগর
মৌলিক ধারনাগুলা
ক. বেসিন এলাকার শক্তি ও জলচক্রে নড়চড় ঘটানোর মাধ্যমে স্থানীয় আবহাওয়া ও জলবায়ুর ওপর আছর ফেলে বঙ্গোপসাগর। উপসাগরে জলস্রোত-সঞ্চালন ও জলের তাপমাত্রায় অদল-বদল হলে তা আবহাওয়ার ধরনরীতিতে অদল-বদল ঘটাতে পারে।
খ. সূর্যের তেজ শুষে নিয়ে গরম হয় বঙ্গোপসাগর। নদীর থেকে যেই জল আসে সাগরে, ওই জলের তাপেও সাগরের তাপমাত্রা প্রভাবিত হয়। হাওয়ামন্ডল যখন ঠান্ডা থাকে তখন জলের ওপরকার হাওয়াকে গরম করতে এবং বাষ্পীভবনের মাধ্যমে হাওয়ামন্ডলে জল উঠিয়েও নিজের তাপ হারায় সাগর। জলের ভাপ যখন হাওয়ামন্ডলে ওঠে, তখন ভাপ সংকুচিত হয়ে বিষ্টি হয়ে ঝড়ে পড়ে, এই বিষ্টির অনেকটাই পড়ে সাগরের বেসিন এলাকায় জমিনের ওপর।
গ. স্থানীয় আবহওয়া ও জলবায়ুতে পরিবর্তন আনে বঙ্গোপসাগর। জমিনের চেয়ে জলের তাপমাত্রা যেহেতু ধীরে বদল হয়, তাই দরিয়ার জল গরমকালে পাওয়া গরম ছাড়তে শুরু করে ঠান্ডার মাসগুলোতে। উপসাগর ও এর উপকূলের জমিনের গরম-ঠান্ডা হওয়ার অবস্থায় এই অসামঞ্জ্যসের পথ ধরে যেই হাওয়া আসে, তার নাম মৌসুমি হাওয়া। মৌসুমি হাওয়ার প্রভাবে শুকনা শীতকাল আর বর্ষাভেজা গরমকাল ঘটে এই অঞ্চলে।
ঘ. জল এবং তাপ শুষে নিয়ে, মজুত করে এবং স্থানান্তর করে আঞ্চলিক জলবায়ুর ওপর বিরাট তাৎপর্যপূর্ণ আছর ফেলে বঙ্গোপসাগর। উপসাগরের থেকে বয়ে আসা মৌসুমি হাওয়া দক্ষিণ এশিয়ায় স্থানীয় ও আঞ্চলিক জলবায়ুর ধরনরীতি প্রভাবিত করে।
ঙ. ইনডিয়া মহাসাগর এবং সারা দুনিয়ার বৃহত্তর জলহাওয়ার ধরনরীতিতে প্রভাবিত হয় বঙ্গোপসাগর। যার ফলে বাড়তে থাকা দরিয়া-পৃষ্ঠের সঙ্গে সঙ্গে বঙ্গোপসাগরের দরিয়ার বিরাট ইকোসিস্টেমে জলহাওয়ার ধরনরীতি বদলে যাচ্ছে। মৌসুমি হাওয়ার অনিয়মিত আসা-যাওয়া, আরো জোরদার ও ঘন ঘন ঝড়, বেশি গরম ও বেশি ঠান্ডা জলবায়ু হবে বলে বলা হচ্ছে।
সংস্করণ: জানুয়ারি ২০১৯