বঙ্গোপসাগর সাক্ষরতা: অবশ্য-দরকারি নীতি ও মৌলিক ধারণা
সংস্করণ: জানুয়ারি ২০১৯
বঙ্গোপসাগরপারের সব দেশ; ইন্দোনেশিয়া, বাংলাদেশ, ভারত, মালেয়শিয়া, মালদ্বীপ, মিয়ানমার, থাইল্যান্ড, ও শ্রী লংকায় সমুদ্র সাক্ষরতার জন্য একটি স্থানীয় রুপরেখা হাজির করছে এই নির্দেশিকাটি।
একটি প্রাকটিকাল রিসোর্স হিসেবে এটি ব্যবহার করে এডুকেটর, কমুনিকেটর, ও সাংবাদিকদের ব্যবহারের জন্য কনটেন্ট তৈরি করা যায়; যেসব কনটেন্ট প্রাইমারি থেকে শুরু করে হাইস্কুল-মাদ্রাসা, লাইব্রেরি, সংগ্রহশালা, অ্যাকোয়ারিয়াম, জাতীয় উদ্যান, কমুনিটি-ভিত্তিক গণমাধ্যম, পারফর্মিং আর্ট, অন্যান্য জ্ঞান ও তথ্য কেন্দ্রসহ শিখবার নানা ধরনের আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক মাধ্যমে সমুদ্র সাক্ষরতার প্রসারে কাজে আসবে।
যেভাবে যাদের উদ্যোগে তৈরি করা হয় নির্দেশিকাটি
আমেরিকার যুক্তরাষ্ট্র ও ইওরোপে সমুদ্র সাক্ষরতা বিষয়ে গত চার দশকের ঐতিহাসিক অভিজ্ঞতার থেকে শিক্ষা নিয়ে এবং ওশেন লিটারাসি নেটওয়ার্কের প্রণীত এসেনশিয়াল প্রিন্সিপলস অ্যান্ড ফান্ডামেন্টাল কনসেপ্টস অব ওশেন লিটারাসিকে মানদন্ড ধরে, এবং গ্রেট লেকস লিটারাসিকে একটি ভালো উদাহরণ হিসেবে অনুপ্রেরণায় নিয়ে বঙ্গোপসাগর সাক্ষরতার এই অবশ্য-দরকারি নীতি ও মৌলিক ধারণা প্রণয়ন করা হয়েছে।
প্রথম উদ্যোগ: ক্লাইমেট জাস্টিস রেজিলিয়েন্স ফান্ডের অর্থ সহায়তায় আর্থ জার্নালিজম নেটওয়ার্কের (ইজেএন) বে অব বেঙ্গল অর্গানাইজেশনাল গ্রান্ট-এর আওতায় ভয়েসেস অব ইন্টারঅ্যাকটিভ চয়েস অ্যান্ড এমপাওয়ারমেন্ট (ভয়েস) কর্তৃক পরিচালিত প্রকল্পের থেকে এই নির্দেশিকাটির প্রথম সংস্করণ তৈরি করা হয়; প্রকল্পের ফ্যাসিলিটেটর ছিলেন মো. কুতুব উদ্দিন এবং গবেষণা সহযোগী ছিলেন এস এম রেজাউল করিম।
এই সংস্করণ তৈরির কালে এবং পরবর্তীতে এযাবতকাল ‘বে অব বেঙ্গল স্টুয়ার্ডশিপ’ উদ্যোগের স্বেচ্ছাসেবী সহযোগীরা, বেসরকারি সংস্থা ও নাগরিক সংগঠনের প্রতিনিধিরা এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের একাডেমিশিয়ানরা গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়ে সহায়তা করে যাচ্ছেন। সংশ্লিষ্টদের পরামর্শ নিয়ে ‘বঙ্গোপসাগর সাক্ষরতা: অবশ্য-দরকারি নীতি ও মৌলিক ধারণা’ শীর্ষক নির্দেশিকাটির এই খসড়া সংস্করণ গবেষণা ও প্রণয়নের কাজ করেছেন নিম্নোক্ত ব্যক্তিবর্গ;
- মো. কুতুব উদ্দিন, ভয়েস
- এসএম রেজাউল করিম, ভয়েস
- নাজিয়া নওরীণ মুমু, বে অব বেঙ্গল স্টুয়ার্ডশিপ
- ড. কাজী আহসান হাবীব, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়
- মাহতাব খান বাধন, ঢাকা বিশ্ববিদ্যালয়
- এনামুল মজিদ খান সিদ্দিকী, বে অব বেঙ্গল স্টুয়ার্ডশিপ
- শেখ রোকন, রিভারাইন পিপল
- ফাহমিদা খালিক নিতু, জাতীয় বিশ্ববিদ্যালয়
যেসব প্রকাশনার তথ্য-সহায়তা নেয়া হয়েছে:
Ocean Literacy Essential Principles and Fundamental Concepts (Ocean Literacy Network, 2013) • Great Lakes Literacy (Ohio Sea Grant, 2013) • The UNEP Large Marine Ecosystems Report: A Perspective on Changing Conditions in LMEs of the World’s Regional Seas (United Nations Environment Programme, Nairobi, 2008) • Talwani, M., Desa, M. A., Ismaiel, M., & Krishna, K. S. The Tectonic origin of the Bay of Bengal and Bangladesh. Journal of Geophysical Research: Solid Earth, 121, 4836–4851 (2016) • Varkey, M. J., Murthy, V. N., & Suryanarayana, A. Physical Oceanography of the Bay of Bengal. Oceanography and Marine Biology: An Annual Review, 34, 1–70, (1996) • Kay, S., Caesar, J., & Janes, T. Marine Dynamics and Productivity in the Bay of Bengal. In R. J. Nicholls, C. W. Hutton, S. E. Hanson, W. Neil Adger, M. M. Rahman, & M. Salehin (Eds.), Ecosystem Services for Well-Being in Deltas: Integrated Assessment for Policy Analysis, 263–275 (2018) • Milliman, J. D., & Meade, R. H. World-Wide Delivery of River Sediment to the Oceans. The Journal of Geology, 91(1), 1–21 (1983) • Bay of Bengal (Sea Around Us, 2007) • Antony, C., Unnikrishnan, A. S., & Woodworth, P. L. Evolution of extreme high waters along the east coast of India and at the head of the Bay of Bengal. Global and Planetary Change, 140, 59–67 (2016) • Balakrishna, S., Morgan, J. R., & Verlaan, P. A. Bay of Bengal. Encyclopædia Britannica (2009, Encyclopædia Britannica, www.britannica.com/place/Bay-of-Bengal) • Curray, J. R., Emmel, F. J., & Moore, D. G. The Bengal Fan: morphology, geometry, stratigraphy, history, and processes. Marine and Petroleum Geology, 19(10), 1191-1223 (2002) • Chaturvedi, S., & Sakhuja, V. Climate Change and the Bay of Bengal: Evolving Geographies of Fear and Hope (ISEAS – Yusof Ishak Institute, Singapore City, 2015) • Unnikrishnan, A. S., & Shankar, D. Are sea-level-rise trends along the coasts of the north Indian Ocean consistent with global estimates? Global and Planetary Change, 57 (3–4), 301–307 (2007) • Brammer, H. Bangladesh’s dynamic coastal regions and sea-level rise. Climate Risk Management, 1, 51-62 (2014) • Townsley, P. Review of Coastal and Marine Livelihoods and Food Security in the Bay of Bengal Large Marine Ecosystem Region (Bay of Bengal Large Marine Ecosystem Program, Phuket, 2004)